শাহজালালে সৈয়দপুরগামী ফ্লাইটের জরুরি অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুরগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি জরুরী অবতরণ করে।

সোমবার, ৩ জুন সকাল ৯ টা ২৫ মিনিটে সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ওই ফ্লাইটটি জরুরিভিত্তিতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে বিমানটি অবতরণ করে। এসময় ফায়ার সার্ভিস প্রস্তুতসহ, বিমানবন্দর রানওয়ে খালি করে রাখা হয়।

সকাল ৯টা ২৫ মিনিটে এটি অবতরণ করার পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ ছিলো। তবে ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের রানওয়ে প্লেন ওঠা-নামার জন্য খুলে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ (জনসংযোগ) সংবাদমাধ্যমকে জানান, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকাল আটটায় চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে বিজি ১৪৩৩ ফ্লাইটটি ছেড়ে যায়। টেক অফের পর ককপিট ক্রু লক্ষ করেন, বার্ড হিট (পাখি আঘাত) হয়েছে। পরবর্তী সময়ে পাইলট গন্তব্য না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। উড়োজাহাজটি পরীক্ষা–নিরীক্ষা শেষে আবার গন্তব্যে যাত্রা করেছে।’

জেএম/রাতদিন