শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকারগ্রুপের ২ সদস্য গ্রেফতার

লালমনিরহাট সরকারি গার্লস স্কুল, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজসহ প্রায় ২১টি সাইট হ্যাক করেছে এরকম দুটি গ্রুপের ২ সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার, ২৩ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম টিম।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া শনিবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদিঘলিয়া এলাকার বশির উল্লা সরদার (২১) ও চাঁদপুর জেলার মতলব থানার নলুয়া এলাকার কাজী নিজাম উদ্দিনের ছেলে আজাহার উদ্দিন আবির (১৯)।

জানা গেছে, বগুড়া সাইবার পুলিশ ‘ব্ল্যাক ওয়েব’ ও ‘ফবীমক্সর’ নামে ওয়েব সাইট হ্যাকারকারী দুটি গ্রুপের সদস্যদেরকে গত ২-৩ মাস ধরে নজরদারিতে রাখে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদিঘলিয়া এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে প্রথমে বশিরকে পরে তার দেয়া তথ্য মতে চাঁদপুর থেকে আরেক গ্রুপের সদস্য আবিরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একাজে ব্যবহৃত কম্পিউটার, সিপিইউ, মোবাইলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দু’টি মামলা করা হয়েছে। তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে।

আরআই/রাতদিন