শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি: মন্ত্রণালয়

করোনাভাইরাস আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনও শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষা মন্ত্রণালয় আইইডিসিয়ার’র সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি খারাপ হলে তবেই প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার, ১০ মার্চ এক বিবৃতিতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এবি/রাতদিন