শিলা বৃষ্টির কবলে সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুর আকস্মিক শিলা বৃষ্টির কবলে পড়েছে। মঙ্গলবার, ২ এপ্রিলের এ শিলা বৃষ্টিতে আম ও লিচুর গুটি ঝড়ে পড়েছে। এছাড়া টিনের চাল, মৃৎশিল্পীদের তৈরি, মাটির তৈজসপত্র এবং ইটভাটাগুলোর কাঁচা ইট ক্ষতিগ্রস্থ হয়েছে।

আকস্মিক এ শিলাবৃষ্টি মিনিট বিশেক স্থায়ী ছিল। এক একটি শিলার আনুমানিক ওজন ৫০ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত। শিলার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতও হয়েছে।

শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার ষাট্টোর্ধ্ব মালেকা বেগম আলী বলেন, আমি এর আগে এতো বড় আকারে শিলাবৃষ্টি হতে দেখেনি।

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল বলেন, মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে আম ও লিচুর গুটি ঝরে পড়েছে। এতে ফলন কম মিলবে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে পৌণে ৪টা পর্যন্ত ৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এবি/রাতদিন