ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে ৯ দিনের এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আজ সোমবার, ১০ মে সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুটি মারা যায় বলে দেশটির উত্তরবঙ্গ সংবাদের অনলাইন খবর প্রকাশ করেছে।
অসামের ধুবড়ির বাসিন্দা শিশুটির মা অবশ্য সুস্থ রয়েছেন। কিন্তু মাত্র ৯ দিনের শিশুর করোনায় মৃত্যুর ঘটনায় চিন্তায় পড়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সময়ের আগেই জন্মগ্রহণ করেছে। তার ওজন কম, শ্বাসকষ্ট সহ অন্য সমস্যা ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
হাসপাতালের চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত জানান, শিশুটিকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে। সে করোনায় আক্রান্ত হয়েছিল। যদিও তার মায়ের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।
শিশু বিভাগের প্রধান ডা. মধুমিতা নন্দী জানান, জন্ম থেকেই শিশুটির অনেক সমস্যা ছিল। পরে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সবরকম চেষ্টা করেছেন।
এবি/রাতদিন