শীতলখুচীতে মদ না পেয়ে মাথা গরম, ২ মাস পর দোকান খুলতেই দীর্ঘ লাইন

লকডাউনের কবলে অন্যান্য দোকানের মতো মদের দোকানও বন্ধ ছিল পশ্চিমবঙ্গের শীতলখুচীতে। মদের দোকান বন্ধ হওয়ায়, মদ পিপাসুরা পড়েছিলো ভীষন বেকায়দায়।

গত মঙ্গলবার, ৫ মে ওই এলাকার দোকান খুলে দেয়ার ঘোষনার সাথে সাথেই দীর্ঘ লাইন পড়ে যায় মদের দোকানগুলোতে।

দোকান খোলার অনেক আগে থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় ক্রেতাদের। কিছু জায়গায় পুলিশকে দেখা যায় ভীড় সামলাতে। এসময় পুলিশ সামাজিক দুরত্ব বজায় রাখতে তৎপরতা চালায়, যদিও এতে কাজের কাজ তেমনটা হয়নি।

মদ কিনতে আসা লাইনে দাড়ানো নরেশ চন্দ্র জানালেন, দীর্ঘ দুইমাস মদ খেতে না পেরে ভীষণ কষ্টে দিন পার করেছেন। আজ দোকান খোলার সিদ্ধান্তে মহা খুশি তিনি। তাই সকাল সকালেই এস দাড়িয়েছেন লাইনে।

নরেশের মতো অনেকেই জানালেন, মদ না পেয়ে মাথা গরম হয়ে আছে, দুই মাস পর আজ  মদ খেয়ে মাথা ঠান্ডা করবেন তারা।  

জেএম/রাতদিন