শীতে গোসল করতে ইচ্ছে করছে না?

শরীর সতেজ রাখতে গোসলের বিকল্প নেই। কিন্তু শীতে গোসল একটি মহা ঝক্কির বিষয়। এ প্রতিবন্ধকতা এড়াতে আপনি সাহায্য নিতে পারেন প্রসাধনীর। জীবন যাপন বিষয়ক এক ওয়েবসাইটে এ বিষয়ে এমনটাই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এ’ দুটি প্রসাধনী পানি না ছুয়েও শরীরে গোসলের সজীবতা আনতে পারে। এগুলো হলো:

  • ড্রাই শ্যাম্পু: এটি মুলত চুলের জন্য। চুলের শুষ্কতার কারনে শরীরে যে অস্বস্তি ভাব তৈরী হয়, ভুট্টা ও ধান থেকে তৈরী পাউডারের মতো এই শ্যাম্পু স্প্রে করলে চুলের রুক্ষতা কেটে যাবে, ফিরে আসবে সতেজ ও ঝলমলে ভাব।
  • বাথ ওয়াইন্সঃ গোসল না করেও সজীব থাকার জন্য কার্যকরী বিকল্প হতে পারে বাথ ওয়াইন্স। বাথ ওয়াইন্স এ রয়েছে এক ধরনের এন্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা সহজেই জীবানুর বিরুদ্ধে কাজ করে শরীরকে চনমনে রাখে, এনে দেয় সজীব অনুভুতি। এ ছাড়াও এতে রয়েছে এক প্রকার সুগন্ধি যা ত্বককে মসৃণ রাখবে।

অসুস্থতা, ব্যস্ততা বা ঠান্ডা-ভীতির কারনে গোসল করতে না পারলে আরামসে ড্রাই শ্যাম্পু স্প্রে করুন আর বাথ ওয়াইন্স ম্যাসেজ করে সজীব থাকুন দিনমান।

মতামত দিন