শুরু হলো রংপুর বইমেলা

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শুক্রবার, ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে রংপুর বইমেলা। বিকেলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে  আট দিনের এ বইমেলা উদ্বোধন করা হয়।

রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক শওকত আলী।

বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুক্তাকি ইবনু মিনান, রংপুর রেঞ্জের পুলিশ সুপার এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমীন মিঞা, অধ্যাপক শাহ আলম, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও দপ্তর সম্পাদক তৌহিদর রহমান টুটুল প্রমুখ।

এবারের মেলায় ৬৩ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে রংপুর বইমেলা।

এবি/রাতদিন