শুরু হয়েছে বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ

শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যের দিকে তাকালে দেখা যাবে তাতে গ্রহণ লেগেছে। অবশ্য বিশেষজ্ঞরা খালি চোখে সূর্যের দিকে না তাকানোর পরামর্শ দিয়েছেন। তবে বাংলাদেশে আংশিক সূর্য গ্রহণ ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৭২ বছর আগে শেষবারের মতো এমন সূর্য গ্রহণ দেখেছিলো বিশ্ববাসী।

আজ বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে সকালে। সাড়ে আটটা থেকে শুরু হয়েছে গ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলছে সূর্যকে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

এ সম্পর্কিত আরও খবর...

আজ রংপুরের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।

রংপুরে ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ সময় ১০টা ৩৭ মিনিট ৪৮ সেকেন্ডে।

আর কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করেছে।

প্রসংগত, সর্বশেষ পৃথিবীবাসী বিরল এমন দৃশ্য অবলোকন করেছিলো ১৭২ বছর আগে। ১৮৪৭ সালেও এবারের মতো সূর্যগ্রহণ দেখা গিয়েছিলো অগ্নিবলয়সহ।

জেএম/রাতদিন