শেখ হাসিনার ট্রেনবহরে হামলা : ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন

পাবনায় ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলিবর্ষনের ঘটনায় ৯ জনের মৃত্যুদন্ড ঘোষণা করেছেন আদালত। একই সাথে ২৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং বাকি ১৩ জনের ১০ বছর করে কারাদন্ডের দিয়ে রায় প্রকাশ করেছেন আদালত।

বুধবার, ৩ জুলাই দুপুরের দিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

তবে তাৎক্ষণিক সাজাপ্রাপ্তদের পরিচয় পাওয়া যায়নি।

তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে সৈয়দপুর যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি প্রবেশের আগে রেলগেট এলাকায় অতর্কিতে ওই ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করা হয়।

এই ঘটনায় অধিকতর তদন্ত শেষে মোট ৫২ জনকে আসামি করে চার্জশিট দেয়া হয়। এদের মধ্যে গত ২৫ বছরে ৫ জন ইতোমধ্যে মারা গেছেন। ১৫ জন এখনও পলাতক।

এবি/রাতদিন