শ্রীলংকায় বাংলাদেশী ছাত্রীকে ফেরত পাঠাচ্ছে দূতাবাস

নিরাপত্তাহীনতার কারণে শ্রীলংকায় অধ্যয়নরত এক বাংলাদেশী ছাত্রীকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। তাকে আগামীকাল, ২৭ এপ্রিলের মধ্যে দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে দেশটির বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

শ্রীলঙ্কায় সাম্প্রতিক বোমা হামলার প্রেক্ষাপটে দেশটিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেদেশে অবস্থানরত মুসলিম শিক্ষার্থীরা।

শ্রীলঙ্কার পূর্ব প্রদেশের সাউথ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন ওই ছাত্রী ।

রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘আমি নিজে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে কথা বলেছি এবং তাকে অনুরোধ করেছি তাকে যেন একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে সে কলম্বো আসতে পারে। আশা করছি আগামী শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।’

ওই ছাত্রী সংবাদমাধ্যমকে জানান, ‘হোস্টেলে শুধু আমি এবং আমার এক বন্ধু আছি। আগামীকাল (শুক্রবার) সকালে আমরা একসঙ্গে গাড়িতে করে কলম্বোতে যাবো।’

জেএম/রাতদিন