শ্রীলংকায় লকডাউন শিথিল হচ্ছে মঙ্গলবার থেকে

দক্ষিন এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলংকায় লকডাউন শিথিল হচ্ছে। এখনও পর্যন্ত শ্রীলঙ্কায় কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন মাত্র ২৪৮ জন। গত কয়েক দিনে নতুন সংক্রমিতের সংখ্যাও উত্তরোত্তর কমছে। এই পরিস্থিতি মাথায় রেখেই মঙ্গলবার, ২১ এপ্রিল থেকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন।

তবে একবারেই পুরোপুরি লকডাউন প্রত্যাহার করা হবে না। লকডাউন প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে কয়েক ধাপে।

শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি জানিয়েছেন, দেশে গোষ্ঠী সংক্রমণ খুব ভালোভাবেই সামলে দেওয়া গিয়েছে। আর সে কারণেই এ বার স্বাভাবিকের পথে ফিরতে চাইছেন তাঁরা।

শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১৯টি জেলা করোনামুক্ত রয়েছে। সোমবার ভোর পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত সেই সব জেলায় কার্ফু শিথিল করে দেওয়া হবে। দোকানপাট খুলবে, চলবে যানবাহনও। অন্য দিকে কলম্বো-সহ যে যে জেলায় পরিস্থিতি কিছুটা খারাপ ছিল, সেখানে কার্ফু শিথিল করা হবে বুধবার থেকে।

কলম্বোসহ দেশের বাকি অংশে সরকারি ও বেসরকারি অফিস খোলারও অনুমতি দেওয়া হয়েছে। তবে এক-তৃতীয়াংশ কর্মীর উপস্থিতি থাকতে হবে। পাশাপাশি গণ পরিবহণগুলিতে মোট আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি আসন ভরতি করা যাবে না বলেও জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।

জেএম/রাতদিন