ষষ্ঠবারের মত গোল্ডেন বুটের মালিক মেসি, আছে হ্যাট্রিকও

রেকর্ড ভাঙ্গা গড়া যেন তার দৈনন্দিন কাজ। আরও একটি রেকর্ড নিজের নামের পাশে যোগ করলেন ফুটবলের ক্ষুদে যাদুকর লিওনেল মেসি। ২০১৮-১৯ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির হাতে তুলে দেয়া হয়েছে ইউরোপিয়ান গোল্ডেন স্যু পুরস্কার।

এ নিয়ে টানা তৃতীয় ও মোট ছয়বার এটি জিতে রেকর্ড গড়লেন তিনি। তার এই সাফল্যের সমস্ত কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন বার্সেলোনা অধিনায়ক।

স্বপরিবারে মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনায় বুধবার, ১৬ অক্টোবর  জমকালো অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন মেসি। পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘আমার দল ও সতীর্থদের ছাড়া একবারও এই পুরস্কার জিততে পারতাম না। এই স্বীকৃতি দলের সবার।’

ছবি: সংগৃহীত

গত মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেছিলেন মেসি। সতীর্থদের দিয়েও ১৩টি গোল করান আর্জেন্টাইন এই মহাতারকা। গোল্ডেন বুট জয়ের দৌড়ে ৩২ গোল করে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে।

১৯৬৮ সালে পুরস্কারটি দেয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জেতার অনন্য নজির গড়লেন মেসি।

এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমেও জিতেছিলেন তিনি। চারবার জিতে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগালের মহাতারকা ও মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

শান্ত/রাতদিন