সংখ্যালঘুদের মন্দির-বাড়িতে হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সম্প্রতি সংখ্যালঘুদের মন্দির ও বাড়িতে হামলা এবং ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।

আজ বুধবার, ২৪ মার্চ দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি ও সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটির সহযোগিতায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈযদপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধনকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সৈয়দুপর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়।

আরও বক্তব্য রাখেন সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির নেতা ও কামারপুকুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুণ কুমার দাস, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র রায়, বাঙালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ বাগচী, নীলফামারী সদরের সংগলশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় মিরু, সাংবাদিক এম আলম ঝন্টু, সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কিশোর প্রসাদ ও সৈয়দপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কনিকা রানী সরকার প্রমুখ।

বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্যও সরকারের প্রতি আহবান জানান তারা।

মতামত দিন