সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হলে প্রেস কাউন্সিলের সহায়তা নেয়া যায় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে এগুতে সাহায্য করে’।

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিলে ‘সাংবাদিকতার নীতিমালা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভুল সংবাদে ক্ষতিগ্রস্ত হলে বা সংবাদ সংগ্রহ ও পরিবেশনে বাধাগ্রস্ত হলে- উভয়ক্ষেত্রেই প্রেস কাউন্সিলের সহায়তা নেয়া যায়। এজন্য প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করবে সরকার।’

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্যসচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিল সচিব মোঃ শাহ আলম ও ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সভায় বক্তব্য রাখেন। তথ্য বিবরণী