সংসদীয় কমিটি জানতে চেয়েছে রাজাকারের নামে স্কুল আছে কিনা

স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। দেশে এমন কোনো প্রতিষ্ঠিান থাকলে সেগুলোর তালিকাও চাওয়া হয়েছে।

পাশাপাশি প্রাইমারি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুলের পাঠদান পর্যবেক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যদের তদারকি কার্যক্রমে যুক্ত করারও সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, জোয়াহেরুল ইসলাম ও মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রাজাকারদের নামে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা, থাকলে তার তালিকা চাওয়া প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই বিষয়ে অনুসন্ধান করে তালিকা করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিকে জানানো হবে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।