‘সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব’

দারুণ ফর্মে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ ক্রিকেটের মত বড় আসরে প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। তাতেই মুগ্ধ বিশ্ব ক্রিকেটের অনেক বড় তারকারা।

বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার বেন জোন্স সাকিব আল হাসানকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছেন, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বকাপে সে যা করছে প্রাণভরে আমি তা উপভোগ করছি। উপযুক্ত সময়ে সে জ্বলে উঠেছে। বিশ্বকাপের মত এত বড় মঞ্চে দারুণ ফর্মে আছে সে।

ক্রিকেটের সর্বোচ্চ আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সুখ্যাতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে ১০ উইকেট শিকারের সঙ্গে নিজের নামের পাশে ৪৭৬ রান রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে একাই ধস নামিয়েছেন সাকিব।

একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব। পাশাপাশি এক আসরে ১০ উইকেট ও চারশোর বেশি রানের কৃতিত্বও এখন সাকিবের দখলে। দেখিয়েছেন তিনি।

শান্ত/রাতদিন