সশস্ত্র বাহিনী বিভাগ : অফিস করলেন প্রধানমন্ত্রী, শহীদের প্রতি শ্রদ্ধা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ৪র্থ বারের মত সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহনের পর রোববার, ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন।

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ আগে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানান বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মহাপরিচালকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমদে সিদ্দিক (অব.) ।

পরে শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের সাথে মত বিনিময়ের পর চা-চক্রে অংশ নেন।

একই দিন সকালে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন । পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

রোববার আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে এসব তথ্য।  

এইচএ/১৩.০১.১৯

মতামত দিন