সাদ এরশাদকে জাপার মনোনয়ন দেয়া হলে তার পক্ষে থাকবে না নেতাকর্মীরা : রংপুরের মেয়র

রাহগীর আল মাহি সাদ এরশাদকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন দেয়া হলে তার পক্ষে নেতাকর্মীরা মাঠে থাকবে না বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

আজ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রংপুরের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ আসনে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। এটাতো ১৯৯১ বা ৯৬’র প্রেক্ষাপট নয়। এখন যে কাউকে ধরে এনে প্রার্থী করা হলে তা দলের জন্য ক্ষতি ডেকে আনবে।

মোস্তাফিজার রহমান বলেন, ‘জনসমর্থন রয়েছে এমন ব্যক্তিকে এরশাদ স্যারের আসনে প্রার্থী ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় তিনজন প্রার্থী রয়েছে, যাদেরকে কমবেশি সবাই চিনে ও জানে। এদের কাউকে প্রার্থী করা হলে কোনো আপত্তি থাকবে না।’

সাদ এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো সাদকে চূড়ান্ত করা হয়নি বলে জানি। যদি তাকে প্রার্থী করা হয় তাহলে আমরা রংপুর জাতীয় পার্টি তার পক্ষে কাজ করব না।’

সাদ এরশাদের জয়ের কোনো সম্ভাবনা নেই দাবি করে সিটি মেয়র বলেন, ‘যারা তাকে প্রার্থী করতে মরিয়া। তাদেরকেই রংপুরে এসে মাঠে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরা সাদের সঙ্গে থাকবে না।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এ অঅসনে ভোটগ্রহণ হবে।

এইচএ/রাতদিন