সিনহা হত্যায় টেকনাফের ওসি প্রদীপ গ্রেপ্তার

টেকনাফ থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার, ৬ আগস্ট চট্টগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল থেকে দুপুরে ওসি প্রদীপকে গ্রেপ্তারের পর কক্সবাজারে নেয়া হচ্ছে। পরে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।

গতকাল বুধবার রাতে প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাদের বিরুদ্ধে মামলাটি করেন নিহত সিনহার বোন।

এর আগে টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের একদিন আগে নিজেকে ‘অসুস্থ’ দাবি করে ছুটি নেন তিনি।

প্রসংগত, ৩১ আগস্ট (শুক্রবার) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

জেএম/রাতদিন