সীমান্ত পেরিয়ে বাংলাদেশি ইলিশ কোচবিহারে, গ্রেপ্তার ৩

বাংলাদেশ থেকে অবৈধপথে নিয়ে যাওয়া ইলিশ মাছের একটি চালান আটক করেছে ভারতীয় পুলিশ। আজ সোমবার, ৩ ফেব্রুয়ারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পূর্বপাড়া থেকে ইলিশগুলো আটক করা হয়। এসময় তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র-উত্তরবঙ্গ সংবাদ ও কলকাতাটাইমস২৪।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মেখলিগঞ্জে একটি লাল রঙের গাড়ি আটক করা হয়। সেখান থেকেই পুলিশ ৩ পাচারকারীসহ ইলিশভর্তি দুটি বস্তা উদ্ধার হয়। এসব ইলিশের ওজন ৪২ কেজি।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিষ্ণুপদ রায়, বিমল রায় এবং রতন রায়। তাদের বাড়ি মেখলিগঞ্জের কুচলিবাড়ি থানা এলাকায়।

পুলিশের ধারণা, ইলিশগুলি বাংলাদেশ সীমান্ত পার করে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গে এখন ইলিশের আকাশ ছোঁয়া দাম। ঠিক সেই কারণেই চোরা পথে পাচার করা হচ্ছিল সেগুলি। পাশাপাশি কোচবিহারের বিভিন্ন বাজারে চোরাই পথেই পৌঁছে দেওয়া হত বাংলাদেশের ইলিশ।

কলকাতাটাইমস২৪-এর খবরে বলা হয়, সীমান্তে নিরাপত্তা কম থাকার সুযোগ নিয়ে পাচারকারীরা ইলিশ পাচার করছিল। কোচবিহার ছাড়াও অন্য কোথাও বাংলাদেশী ইলিশের চোরা কারবার চলে কিনা সেই বিষয়ে তদন্ত করছে মেখলিগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে ইলিশ পাচারকারীদের আরও কোন চক্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে দেশটির পুলিশ।

এবি/রাতদিন