সেতাবগঞ্জ চিনিকল চালুর দাবীতে বিক্ষোভ, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

‘চিনিকল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই , শ্রমিক ভাই বোন রাস্তায় কেন জবাব চাই দিতে হবে, সাদা চিনির দালারেরা হুশিয়ার সাবধান, সুগার কর্পোরেশন চেয়ারম্যানের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, এভাবেই হাজারও মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে শ্লোগান দিচ্ছিলেন। এরা সবাই সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক, কর্মচারী ও আখচাষী।

আজ বুধবার, ৯ ডিসেম্বর সকালে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ন, আখচাষী সমিতির আহ্বানে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চিনিকলের মুল ফটক হতে হাজারও মানুষের এই বিক্ষোভ মিছিল শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

দেশের ৬টি চিনিকলে আখ মাড়াইয়ের অনুমতিসহ ৫ দফা দাবীর উল্লেখ রয়েছে এই স্মারক লিপিতে। স্মারক লিপি গ্রহন করে নিবার্হী অফিসার ছন্দা পাল, বলেন আপনাদের দেয়া স্মারক লিপি আমি যথা সময়ে প্রধানমন্ত্রী বরাবর প্রেরন করবো।

স্মারক লিপি প্রদানকালে চিনিকল আখচাষী সমিতির সভাপতি ও চিনিকল রক্ষা কমিটির আহবায়ক মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি ও চিনিকল রক্ষা কমিটির সদস্য সচীব প্রশান্ত কুমার চৌহানসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন