সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভনে প্রতারণা, নীলফামারীতে গ্রেপ্তার ১

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল বুধবার দুপুরে নীলফামারীতে অভিযান পরিচালনা করে ১ জনকে গ্রেপ্তার করে। জেলার জলঢাকা থানার বাসওয়া পাড়া এলাকায় থেকে প্রতারক চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি দুপুরে রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানান।

মিডিয়া অফিসার আরও জানান , প্রতারক চক্রের আটক সদস্য নীলফামারী জেলার জলঢাকা থানা বাসওয়া পাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে শেখ মোঃ আব্দুল মজিদ (৫৫)। তিনি ও তার সহযোগিরা মিলে সেনাবাহিনীতে ভর্তিচ্ছুক ব্যক্তিদেরকে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছিলো।

মজিদকে আটক করলেও কিশোরগঞ্জ থানার উচাবদি এলাকার মৃত ইসমাইল হোসেন ছেলে আঃ আহাদ ওরফে ভোদা (৫৮) এসময় কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মজিদ অভিযোগের সত্যতা স্বীকার করেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।