সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি সফল করতে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করা হয়।

সোমবার, ৯ ডিসেম্বর “আমরা দুর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ” এ প্রতিপাদ্যের ওপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলে প্রায় ঘন্টাব্যাপী। মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,সাংবাদিক, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, সততা সংঘের সদস্য, বিএনসিসি’র সদস্যসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ ও সদস্য কামরুন নাহার ইরা, মুক্তিযোদ্ধা মো. একরামুল হক,  সৈয়দপুর পৌর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু।

আলোচনা সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যক্ষ মো. ফারুক আহ্মেদ।

এনএইচ/রাতদিন