সৈয়দপুরে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি, বাদ পড়েনি কবরস্থানের বাতি

নীলফামারীর সৈয়দপুর শহরের একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি যায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ৩ অক্টোবর দিবাগত রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কে রেইনবো ফার্মেসী ও সার্জিকাল নামের দোকানে ওই চুরির ঘটনা ঘটে।

শুক্রবার সকালে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, শহরের শহীদ তুলশীরাম সড়কে রেইনবো ফার্মেসী ও সার্জিকাল নামের দোকানের মালিক প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত আনুমানিক পৌণে ১১টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করেন। গভীর রাতে চোরেরা ওই দোকানের ওপরের টিনের চালা ও ছাদ খুলে ভেতরে ঢুকে। এরপর দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ এক লাখ ১০ হাজার এবং ৩০ হাজার টাকা মূল্যের ১০টি ডায়াবেটিস্ ও ৬টি ব্লাড প্রেসার পরিমাপ মেশিন নিয়ে যায়।

দোকান মালিকের ছোট ভাই  মো. জাহিদ জানান, সকালে তিনি দোকান খুলে চুরির ঘটনাটি টের পান।

অপরদিকে, একই রাতে শহরে হাতীখানা কবরস্থানে সৌর বিদ্যুৎ সোলারের দুইটি বাতি চুরি গেছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান, ওষুধের দোকানের মালিক চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

তবে কবরস্থানে সোলার বাতি চুরির ঘটনাটি অবগত নন বলে জানান তিনি।

এনএইচ/রাতদিন