সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বেচ্ছাসেবী সংগঠন `গরীব চিকিৎসা সেবা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। আজ শুক্রবার, ৪ অক্টোবর শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহরের বিশিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবা’র উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, সাবেক পৌর কমিশনার  এ কে এম এহসানুল হক ও গরীব চিকিৎসা সেবার সংগঠনের সভাপতি  মো. হাফিজুর রহমান।

এ সময় গরীব চিকিৎসা সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাজাদা আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পে ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মো. রাইসুল কবির, ডা. মাহেরুখ সাদী হেনা ও ডা. মো. রায়হান তারেক রোগীদের চিকিৎসাসেবা দেন।

ক্যাম্পে আগত দুই শত রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

প্রসঙ্গত, ‘গরীব চিকিৎসা সেবা’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি গত চার বছর যাবত অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবাসহ মানবসেবামূলক নানা কর্মকান্ড করে আসছে।

এনএইচ/রাতদিন