সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

নীলফামারীর সৈয়দপুরে ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

শুক্রবার, ১২ জুলাই বিকেলে শহরের পাবর্তীপুর সড়কের সুলতান নগর এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম,পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।

 এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ  ডা. মো. আবু আহমেদ মর্তুজা।

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের  সাবেক সাংসদ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহীনুর আলম ও  সৈয়দপুর ডায়াবেটিক সমিতি’র সদস্য মহসিনুল হক মহসিন প্রমূখ।

ফলক উম্মোচন অনুষ্ঠান। ছবি: রাতদিন.নিউজ

 অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ  নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার।

এর আগে মন্ত্রী হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। পরে সেখানে এক বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, সৈয়দপুর-পাবর্তীপুর সড়কের সুনতান নগর এলাকায় প্রায় ১৪৫ শতক নিজস্ব জায়গায় ওপর সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। উল্লিখিত জায়গার মধ্যে ১শ’ শতক জমি হাসপাতাল ভবন নির্মাণের জন্য স্বেচ্ছায় দান করেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম সুলতান উদ্দিন প্রামানিক।

জেএম/রাতদিন