সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি লায়ন নজরুল ইসলাম আর নেই।
সোমবার, ২৭ ডিসেম্বর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না ইলাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর । তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন,গুনগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর সৈয়দপুর শহরের বিমানবন্দর রোডে ফাইভ স্টার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ মো. শফিয়ার রহমান সরকার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সহ-সভাপতি সদস্য মুক্তিযোদ্ধা একরামুল হক, সদস্য সাবিনা সালাম, রেজাউল করিম রেজা, মির্জা জহুরা আক্তার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডল শোক প্রকাশ করেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।