সৈয়দপুরে কর্মহীনদের পাশে ‘প্রত্যাশা-৮৬’

নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ১০০ শ্রমজীবী ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার, ১৮ এপ্রিল বিকেলে সংগঠনের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় শহরের সামশুল হক মেমোরিয়াল অ্যাকাডেমি চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল আউয়াল উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ এম. এ. মুবিন সরকার, মমতাজ মিন্টু, সাধারণ সম্পাদক শেখ মো. শহীদুল হক, অর্থ সম্পাদক মো. নাসিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মীরু, কার্যকরী সদস্য মোরশেদুল ইসলাম মোর্শেদ, নিরঞ্জন চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু , তেল , চিনি, ডাল ও ছোলা।

এইচএ/রাতদিন

মতামত দিন