সৈয়দপুরে ঘরের টিন কেটে দোকান চুরি, খোয়া গেল মসজিদের ৬০ হাজার টাকা

নীলফামারীর সৈয়দপুর শহরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ৫ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কের সিদ্দিক মিল এলাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা দোকানের টিনের চালা কেটে নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় লক্ষাাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

জানা যায়, মেসার্স শাকিল স্টোর নামের প্রতিষ্ঠানটির মালিক মো. শাকিল। তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ওই রাতের কোনো এক সময় চোরেরা টিনের চালা কেটে ভেতরে ঢুকে দোকানের মধ্যে রাখা নগদ ৬০ হাজার টাকা ও ৪০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে যায়। আজ সকালে মালিক শাকিল দোকানের তালা খুলে দেখেন ছাউনির টিন কাটা।

দোকান মালিক মো. শাকিল জানান, তার বাবা মোহাম্মদ আলী শহরের নতুনবাবুপাড়া হাজী কলোনী জামে মসজিদের খাদেম। তিনি ওই দিন মসজিদের বিভিন্ন খাতের আদায়কৃত ৬০ হাজার টাকা তুলে এনে দোকানে রাখতে দেন। চোরেরা তা চুরি করে নিয়ে গেছে।

দোকান চুরির খবর পেয়ে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবি/রাতদিন