সৈয়দপুরে চটপটি বিক্রেতাকে হত্যার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে চটপটি বিক্রেতা এমদাদুল হকের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পিছনের একটি গাছে ঝুলছিল তার মরদেহ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা চপটটি বিক্রেতা এমদাদুল হককে  পিটিয়ে হত্যা করে তাঁর মরদেহ গাছে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবার, ১১ এপ্রিল রাতে এমদাদুলের মেয়ে ইনতেজা আক্তার স্থানীয় থানায় লিখিত অভিযোগে এই দাবী করেন।

লিখিত অভিযোগে বলা হয়, নিহত এমদাদুলের সাথে প্রতিবেশী ওসমান গণির জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে একটি মামলা নীলফামারী আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার নিহতের প্রতিবেশী মালেক মামলা মীমাংসার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাসায় ফেরেনি এমদাদুল। পরে বাড়ীর পিছনের গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

সৈয়দপুর থানার ওসি মো. শাহ্জাহান পাশা অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত এমদাদুল হকের ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলেই পরবর্তীতে প্রয়োজনীয় আইনী  পদক্ষেপ গ্রহন করা হবে।

এবি/রাতদিন