সৈয়দপুরে ত্রাণের স্লিপের মূল্য ১শ’ টাকা! প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে টাকার বিনিময়ে ত্রাণের স্লিপ বিক্রি ও ত্রাণের দাবিতে মানববন্ধন হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষরা এই মানববন্ধন করেন।

শনিবার, ১৮ এপ্রিল হামুরহাট-তারাগঞ্জ সড়কে ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ওয়ার্ডের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায়, সুস্থ বিভিন্ন বয়সী শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা “ত্রাণের চাল বিক্রি কেন” এমন নানা ধরনের শ্লোগান লেখা প্লাকার্ডও প্রদর্শন করে। আর এ সব প্লাকার্ডে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার এক নেতার নাম উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার ওই নেতার বিরুদ্ধে ত্রাণে ¯িøপ একশত টাকা বিনিময়ে বিক্রির অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রæত প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া দাবি জানান।

অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচির দেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করা হয় মানববন্ধন থেকে।