সৈয়দপুরে নারী ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে দুদিনে এক নারী ও আরেক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন হচ্ছেন গৃহবধূ সাহেরা বেগম (৩২) ও অন্যজন মাসুদ রানা (১৬)। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজ  রোববার, ২২ নভেম্বর ও গতকাল শনিবার শহরের কয়াগোলাহাট (আদর্শপাড়া) এবং কাজিপাড়া এলাকার প্রামানিকপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদর্শপাড়ার প্রয়াত শফিউদ্দিনের মেয়ে সাহেরা বেগম। প্রায় ১৪ বছর আগে কুমিল্লায় তার বিয়ে হয়। তিনি তিন সন্তানের জননী ছিলেন। প্রায় চার বছর আগে ‘মানসিক রোগে’  আক্রান্ত হলে সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে চলে আসেন। তখন থেকে সেখানেই ছিলেন তিনি। এই অবস্থায় আজ রোববার সকালে শোবার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সাহেরা খাতুনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এদিকে গতকাল শনিবার রাতে শহরের প্রামানিক পাড়ায় চাচার বাড়ি থেকে মাসুদ রানা নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, পৃথক অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে।

আরআই/রাতদিন