সৈয়দপুরে পৌর কমিউনিটি সেন্টারের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

ছবি : রাতদিন.নিউজ
0

নীলফামারীর সৈয়দপুর নির্মাণাধীন পৌরসভার অত্যাধুনিক পৌর কমিউনিটি সেন্টারের নিচতলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃস্পতিবার, ৩ জানুয়ারি সকালে পৌরসভা কার্যালয়ের পাশে বিলুপ্ত পৌর টাউন হল এলাকায় এ কমিউনিটি সেন্টার নির্মাণ হচ্ছে।

কাজের উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এবং মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) মনিটরিং ডিজাইনার ইঞ্জিনিয়ার মো. আব্দুল কুদ্দুস।

পরে এ উপলক্ষ্যে মোনাজাত পরিচলানা করেন ক্বারী মাওলানা মো. মাকসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাসিরুল ইসলাম, কমিউনিটি সেন্টারের ডিজাইনার হারুন সাদি, পৌর সচিব আশীষ কুমার সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও কমিউনিটি সেন্টার নির্মাণের সুপারভাইজার মো. আইয়ুব আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও আলাপন সম্পাদক মো. আমিনুল হক, কামারপুকুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সাপ্তাহিক চিকলী সম্পাদক আমিনুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান টাচবাই ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. শাহনেওয়াজ হোসেন শানুসহ পৌর কাউন্সিলর ও সৈয়দপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

জানা গেছে, পাঁচতলা বিশিষ্ট অত্যাধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণে অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের এমজিএসপি প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। এর নির্মাণ কাজ শুরু হয় গত ২৫ জুন। চলতি বছরের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এইচএ/০৩.০১.১৯

মতামত দিন