সৈয়দপুরে প্রতিবন্ধীদের পাশে লায়ন্স স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা

নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার, ১৯ এপ্রিল দুপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে মুখ্য ভূমিকা পালন করে প্রাক্তন শিক্ষার্থী সুমিত কুমার কুমার আগরওয়ালা নিক্কি।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন লায়ন্স স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী ও সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক সমাজসেবক মো. দিলনেওয়াজ খান।

এ সময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ব্যবসায়ী ও সমাজসেবক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, ব্যবসায়ী মো. পারভেজ আলম গুড্ডু, আমির হোসেন, উন্নয়নকর্মী কর্মকর্তা মো. শফিকুল আলম, শ্রবণ প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষিকা রুমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে চাল, ডাল, আলু, লবন আটা ও তেল প্রভূতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন।

জেএম/রাতদিন