সৈয়দপুরে প্রবীণদের শীতবস্ত্র দিয়েছে এমএসএস

মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) সৈয়দপুরে প্রবীণদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় (পিকেএসএফ) সংস্থার প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

সোমবার, ২১ জানুয়ারি সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া। সভাপতিত্ব্ করেন এমএসএসের সমৃদ্ধি কর্মসূচির বাঙ্গালীপুর ইউনিয়ন সম্বয়নকারী মো. রিয়াজুল ইসলাম।

এসময় সেখানে ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী এবং মানিবক সাহায্য সংস্থার সমৃদ্ধি ও ইউমেন্স ক্রেডিট প্রোগ্রামের জোনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।
এতে ।

অনুষ্ঠানে আরও ছিলেন ইউপি সচিব মো. আহসান হাবিব, ইউপি সদস্য মো. লুৎফর রহমান খান, এমএসএসের এরিয়া ম্যানেজার মো. মনসুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, মানবিক সাহায্য সংস্থার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার মো. আতিকুল ইসলাম, সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মো. মোরশেদুল হক মোর্শেদ, স্বাস্থ্য অফিসার মোছা. শাহানা আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়নের ১৪৪ প্রবীণ মানুষের হাতে চাদর এবং কম্বল তুলে দেওয়া হয়।

এইচএ/২১.০১.১৯