সৈয়দপুরে বিশেষ শিশুরা পেল সহায়ক উপকরণ

নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) আওতায় ওই সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

এ সময় সেখানে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা প্রকৌশলী এফ এ এম রায়হানুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা সমরায় অফিসার মোহাম্মদ. মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া সেখানে ছিরেণ সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা ও বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেক।
সৈয়দপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য তিনটি হুইল চেয়ার, চারটি শ্রবণ যন্ত্র ও ছয়টি চশমা বিতরণ করা হয়েছে।

এইচএ/রাতদিন