সৈয়দপুরে মসজিদের বাইরে রাখা মুসল্লীর মোটরসাইকেল চুরি

নীলফামারীর সৈয়দপুরে একটি মসজিদের সামনে থেকে এক মুসল্লীর মোটরসাইকেল চুরি গেছে। আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর দুপুরে শহরের পুরাতন বাবুপাড়া শাহ্ জালাল জামে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি যায়।

জানা গেছে, শহরের পুরাতন বাবুপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. আশরাফ আক্তারী। তার ১০০ সিসির হিরোহোন্ডা প্যাসন প্রো মোটরসাইকেলটি (নীলফামারী-হ-১১-৫৭৩০) নিয়ে আজ জুম্মার নামাজ আদায়ের জন্য শাহ জালাল জামে মসজিদে যান। মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায়ের জন্য ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে আর মোটরসাইকেলটি পাননি।

মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় আশরাফ আক্তারী সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

সৈয়দপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

এর আগেও সৈয়দপুর জামে মসজিদ থেকে এক ব্যবসায়ীর একটি মোটরসাইকেল চুরি যায়। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও দোকানপাট থেকে অহরহ মোটরসাইকেলসহ মালামাল চুরির ঘটনা ঘটছে।

এইচএ/রাতদিন