সৈয়দপুরে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি শুরু হয়েছে

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) আই কেয়ার প্রজেক্ট এবং সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতাল যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করেছে।

বুধবার, ৪ সেপ্টেম্বর সকালে কামারপুকুর ইউনিয়নের সহযোগিতায় কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান।

এমএসএস’র সহকারি পরিচালক আক্তারী আসফের (স্বপন রেজা) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য দেন জোনাল অফিসার অনিমেষ আচার্য্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসএস’র এরিয়া ম্যানেজার মো. মনসুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির কর্মসূচি সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম, ইডিও মো. মোরশেদুল হক মোর্শেদ।

এরপর মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট ঠাকুরগাঁওস্থ সেফ হাসপাতাল ও এপিলিয়ন গ্রæপের সহায়তায় পরিচালিত ‘নয়নতরী’ ভ্রাম্যমান চক্ষু ক্লিনিকে চক্ষুরোগীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়। এতে চক্ষু সেবা দেন সেফ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম (রাজু)।

আয়োজকরা জানান, কর্মসূচির উদ্বোধনী দিনে কামারপুকুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উক্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চোখ পরীক্ষা করানো, চোখের ছানি সনাক্তকরণ ও ছানি অপারেশন করা হবে।

এবি/রাতদিন