সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে হস্তশিল্পের পণ্য উৎপাদনকারী রপ্তানিকারক প্রতিষ্ঠান সৈয়দপুর এন্টারপ্রাইজেস দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

বুধবার, ১৭ এপ্রিল শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবীর। বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল হক ও সৈয়দপুর এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো গিয়াস উদ্দিন অনুষ্ঠানে ।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

অনুষ্ঠানে সৈয়দপুরের ১২টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার এক হাজার ২০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে পোশাক, স্কুল ব্যাগ, খাতা ও কলম। প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলিম শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ তুলে দেন।

প্রসঙ্গত, সৈয়দপুর এন্টারপ্রাইজেস প্রতিবছরই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসুচি পালন করে আসছে

এবি/রাতদিন