সৈয়দপুরে সরকারী নির্দেশ না মেনে প্রাইভেট পড়ানো ২ শিক্ষকের জরিমানা

নীলফামারী সৈয়দপুর শহরে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানোর দায়ে দুই শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ওই শিক্ষকরা নিজ বাসায় গ্রæপ করে শির্ক্ষাথীদের পড়াচ্ছিলেন।

রবিবার, ২২ মার্চ বিকেলে শহরের নয়াটোলা ও সাহেবপাড়া এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন ধরনের জনসমাগম এড়াতে সরকার ১৬ মার্চ থেকে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট বন্ধের নির্দেশ জারি করেন। কিন্তু সরকারি ওই নির্দেশ জারির পরও সৈয়দপুর শহরের কিছু কিছু কোচিং এর পরিচালক ও শিক্ষক কোচিং ও প্রাইভেট পড়ানো চালু রাখেন।

এ অবস্থায় গতকাল রবিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের নয়াটোলা এলাকার শফিকুর রহমমান এবং সাহেবপাড়া এলাকার মোছা. ফাতেমা নিজ নিজ গ্রæপ করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে দেখেন।

সরকারি নির্দেশ অমান্য করায় তাদের দুজনের কাছ থেকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, থানার উপপরিদর্শক (এসআই) নয়ন, সৈয়দপুর ভূমি অফিস সহকারি শাহআমানত সুফীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেএম/রাতদিন