সৈয়দপুরে সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুর দাদি না ফেরার দেশে

দৈনিক করতোয়া ও রাতদিননিউজের নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র দাদি ছলেমা বেওয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আজ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

তিনি চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামে তাঁর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল ইসলাম চৌধুরী শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ভুতুল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মজিদুল ইসলাম মন্ডল, আলহাজ্ব খালিদ নিয়াজী নান্না, মো. বিপুলসহ সৈয়দপুরে কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সবাই।

জেএম/রাতদিন