সৈয়দপুরে হাজারীহাট প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলায় নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৯ জুন উপজেলার হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার আয়োজন করা হয়। এতে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বালক ও বালিকা উভয় গ্রুপেই চ্যাম্পিয়ন হয়।

বালক গ্রুপের খেলায় হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় তিনপাই বেলপুকুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে তিনপাই বেলপুকুর-১ বিদ্যালয় দলকে হারিয়েছে।

অপরদিকে বালিকা গ্রুপে পে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সাথে বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে পূর্ব বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বালিকা দলকে হারিয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান ছিলেন হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আছাদুল হক চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিজয়ী বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক আবুল বাশার মো. মুহিউদ্দিন, পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, তিনপাই -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। গত ২৩ জুন টুর্নামেন্ট শুরু হয়েছিল।

এইচএ/রাতদিন