সৈয়দপুরে ৭শ’ কর্মহীন পেল যমুনা ব্যাংক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

প্রাণঘাতী করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। নীলফামামারীর সৈয়দপুর উপজেলার প্রায় সাত শ’ পরিবারকে এদিন খাদ্য সহায়তা দেয়া হয়।

বুধবার, ৫ মে সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের খেলার মাঠে সামাজিক দূরত্ব মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ এবং যমুনা ব্যাংক এর রাজশাহী জোনের জোনাল হেড মো. মনজুরুল আহসান শাহ্ উপস্থিত থেকে অসহায়, গরীব ও দুস্থদের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সরকারি কারিগরী কলেজের সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, যমুনা ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিন ৭শ’ অসহায়,গরীব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলুসহ অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

জেএম/রাতদিন