সৈয়দপুর ক্যান্ট পাবলিকের ৪১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

তাদের মধ্যে তিন জন মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৮ জন।

ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত বছর ৬১ জন বৃত্তি পেয়েছিল। এদের মধ্যে মেধা বৃত্তি পেয়েছিল ১০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছিল ৫১ জন।

প্রসঙ্গত, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা দুইটি বিভাগে ২৪২জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২২৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৪ জন। যাদের সবাই উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শতকরা ৮৩ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া গৌরব অর্জন করেছে।

এইচএ/রাতদিন