সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের ঈর্ষণীয় সাফল্য

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপণী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানটির বাংলা ও ইংলিশ উভয় ভার্সনের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কলেজ সূত্র জানায়, এবারের(২০১৯) পিইসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ১৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। যাদের সকলেই পাশ করেছে। উত্তীর্ণদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ১৮১ জন।

অন্যদিকে, জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১২ জন। তাদেরও সকলেই উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৯৯ জন পেয়েছে জিপিএ-৫ ।

গত মঙ্গলবার(৩১ ডিসেম্বর ২০১৯) ঘোষিত এবারের জেএসসি ও পিইসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ উত্তীর্ণ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল মো. সাজ্জাদ হোসেন পিএসসি তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই কৃতিত্বপূর্ণ সাফল্যের পিছনে সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অবদানের রয়েছে।’

আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখাতে তিনি সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেছেন।

এবি/রাতদিন