সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমান বিএসসি আর নেই

নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বিএসসি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার শহীদ আমিনুল হক ষ্ট্রীটের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিন ছেলে, চার মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

বৃহস্পতিবার বাদ জোহর সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়াস্থ হাজী কলোনী মাঠে প্রথম এবং উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ সোনাখুলী হাজীপাড়ায় তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোজাম্মেল হক, প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প’র কার্যনির্বাহী কমিটির সভাপতি বাবু মৃনাল কান্তি রায় শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, মরহুম মোখলেছুর রহমান বিএসসি ছিলেন সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আলহাজ্ব মো. মাহবুব-উল-আলম এবং একই সংস্থার প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মোস্তাহার-উল-আলমের বাবা।