সৈয়দপুর পৌর নির্বাচন: মহিলা কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

দেশে পঞ্চম দফায় অনুষ্ঠিত নীলফামারী সৈয়দপুর পৌরসভা নির্বাচন উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। যদিও নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটেছে, তথাপি পুরো প্রক্রিয়াটি ছিলো উৎসবমুখর। এতে নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। আর এই নির্বাচনে পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলরদের ভোটপ্রাপ্তির হার ছিলো আশাব্যাঞ্জক।

গতকাল রোববার, ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারে নির্বাচনে পৌরসভার পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন, ১ নম্বর ওয়ার্ডে মোছা. সাবিয়া বেগম সাবিয়া। তিনি মোট ৫৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কাজী জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন ২ নম্বর ওয়ার্ড থেকে। তার প্রাপ্ত ভোটসংখ্যা ৫০৮৬।

৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা. ইয়াসমিন পারভীন। ৪৪৬০ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন।

মোছা. আফরোজা ইয়াসমিন ৪৫৮১ ভোট পেয়ে ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন।

আর ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা. রুবিনা। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪৭৯।

মতামত দিন