সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক পুরষ্কার বিতরণ, গ্রন্থাগার ভবন উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্মিত গ্রন্থাগার ভবনের নাম ফলকও উন্মোচন করা হয়।

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি শহরের মুন্সিপাড়ার কলেজ চত্বরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিনা সালাম। বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার,সাবেক অধ্যক্ষ মো. আইউব আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।

কলেজের তথ্য ও প্রযুক্তি বিষয়ের প্রভাষক মো. লোকমান হাকিম লিটন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। ছবি: রাতদিন

অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. একরামুল হক, পৌর কাউন্সিলর শেখ মো. মোহন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ,আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে।

প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে নবনির্মিত গ্রন্থাগার ভবনের নাম ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন তিনি।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীতের পাশাপাশি কলেজের ছাত্রীরা একক ও দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে।

জেএম/রাতদিন