স্কুল-কলেজের শিক্ষকদের কোচিং নিষিদ্ধ : হাইকোর্ট

কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ‘সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না।’

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি কোচিং সেন্টার নিয়ে শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা ও এর সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এসব রিটের রায় ঘোষণার জন্য রাখেন আদালত।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। অ্যামিকাস কিউরি ছিলেন ফিদা এম কামাল।

কোচিং বাণিজ্যের অভিযোগে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য সরকার গত বছর কারণ দর্শানোর নোটিশ দেয়।

এসকে/০৭.০২.১৯